সোনামুখ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
.
এমন সোনামুখ কখনো দেখি নি
প্রাক্কালে এমন সোনামুখের ছবি এ বক্ষ আঁকে নি!
উহ্! কি সুন্দর দেখতে
ইচ্ছে করে চোখে চোখ রাখতে?
.
কিন্তু পারি না চোখ ঝলসে উঠে
চোখে যেন অশনি ফোটে! চোখ জ্বালাপোড়া করে?
.
সোনামুখের আহ্ কি দ্যুতি
না পারি দেখতে না পারি কিছু করতে
মিছে হচ্ছে চোখের ক্ষতি,
ঘুম হয় না, চোখের ভিতরে সোনামুখ কিলবিল করে
কেন যে দেখলাম সোনামুখ!
.
না পারি ভুলতে না পারি চোখের এ রোগ রুখতে
মিছে মনের রঙ তুলিতে সোনামুখ এঁকে,
চোখের তারকা কবে জানি নষ্ট হয় যায়
জীবনের চলার পথ যায় বুঝি বেঁকে?
.
২২/০৮/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।