নাদিয়া পরী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
নাদিয়া পরী নাদিয়া পরী
কোথায় গেলে চলে,
তোমার জন্য বুকটা আমার জ্বলে
নাদিয়া পরী নাদিয়া পরী
.
কবে আসবে চ্যাটে
কোথায় গেলে খাওয়ার নাম করে,
নাকি কোনো প্রেম হাঁটে?
.
নাদিয়া পরী নাদিয়া পরী
শুনছো!
তুমি কি ব্যস্ত,
না তোমার মনে অন্য কারো ভালবাসার জাল বুনছো?
.
ছড়া খানি ৩ মিনিটে লেখা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।