পরী আজ স্খলনের পথে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

.
ভালবাসার স্তম্ভ ভেঙ্গে পরী আজ চলছে স্খলনের পথে
আমার ভালবাসা কে স্টোভে জ্বালিয়ে!
বুকটা ভেঙ্গে যাচ্ছে, চোখ থেকে অশ্রু ঝড়েছে
হাত- পা অসাড় হয়ে আসছে,মস্তিষ্কে উন্মাদনা ছড়িয়ে পড়ছে।
.
মনের নীলিমা, পরীর ঘূর্ণার কার্তুজে বিধ্বস্ত!
মনের নীলিমায় অংশুমালী,হেলাল,সেতারা,
কেউ আর উদিত হয় না!
সবাই নিশ্চুপ, এই ফ্যাকাশে বিধ্বস্ত মনে তারা উদিত হতে চায় না
সবাই বিক্ষোভ করেছে পরীর বিরুদ্ধে?
.
কে শুনবে এই মেকি বচন
বিশ্বাস করবে কে, পরী তো চলে গেছে প্রাক্কালে স্খলের পথে
আমার মনে তো ভালবাসা নেই সুদর্শন কায়া নেই
যা আছে পরীর কাছে অপ্রতুল?
.
পরী পরী কত ব্যস্ত থাকতাম, পরী পরী করে কত কবিতায় না লিখতাম!
পরী কে কতই না ভালবাসতাম!
কিন্তু পরী বেশি ভালবাসা,বেশি অর্চনা সইতে পারে না,
পরীর গাত্রদাহ হয়,
দেহে ভালবাসা কাঁটা হয়ে বিদ্ধ হয়?
.
দুদিনের সম্পর্ক বলে উপহাস
আমি বুদ্ধু, নয়তো করতাম কি পরী কে পাওয়ার আশ!
পরীর রুপ দেখে মাতোয়ারা হয়েছিলাম
জীবনটা নিলামে তুলেছিলাম, কিন্তু তবুও পরীর মনে ঠাঁই পেলাম না।
.
পরী বুঝল না আমায়, চলে গেল স্খলনের পথে
পরী কে ভুলে গেলাম, আজ থেকে চলবো হাওয়ার রথে!
পরী ভাল থেকে করিও মোরে মার্জনা
তোমার ভালবাসার আশে তোমার কাছে আর কখনো করবো অর্চনা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৮-২০১৭ ১৩:৫৮ মিঃ

ভালবাসার স্তম্ভ ভেঙ্গে পরী আজ চলছে স্খলনের পথে
আমার ভালবাসা কে স্টোভে জ্বালিয়ে!
বুকটা ভেঙ্গে যাচ্ছে, চোখ থেকে অশ্রু ঝড়েছে
হাত- পা অসাড় হয়ে আসছে,মস্তিষ্কে উন্মাদনা ছড়িয়ে পড়ছে।
.
মনের নীলিমা, পরীর ঘূর্ণার কার্তুজে বিধ্বস্ত!