সু-দিন
- ফয়েজ উল্লাহ রবি

সময়ের দাবী এই বাস্তব ছবি কাঁদে কবি--
এই মেনে নাও, না হয় শুধু-শুধুই মার খাবি।
সময় চলে যায় থাকে না কারও জন্য থেমে
কালের বিবর্তনে সত্যরা হাঁটুতেও নামে।
তবু ঠিকই আসবে সু-দিন, হবে শোধ যতো ঋণ
সেই সোনালী ঊষার আশায় কাটছে আমার দিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।