এবং 'ভন্ড পীর'
- ফয়েজ উল্লাহ রবি

ভন্ড পীরের ভন্ডামী সব যায় না দেখা খালি চোখে-
সাধু সেজে ঘুরে সমাজে এই সব দেখলে দুঃখ লাগে।

যে বুঝে সে যায় না কভু ভন্ড পীরের দরবারে,
অবুঝ মানুষ না বুঝেই জড়ায় ভন্ডের কারবারে।

আসলে বাজারে আজ নকলের ছড়াছড়ি,
মানুষ আমি অতি সাধারণ এখন কি করি।

বাস্তবতা বড়ই কঠিন সত্য করে আঘাত
মিথ্যের জোর স্বল্পতা, তবু করে প্রতিঘাত।

সাধু সেজে বসে আছে সমাজের উপরের তরে
অসাধু সে ধরা খাইলো, সত্য কি আর মরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।