'বানের জলে ভাসছে দেশ'
- ফয়েজ উল্লাহ রবি
বানের জলে ভাসছে দেশ
দেখার নেই কেউ,
সেলফি তোলা ছবির পোজ
দুঃখের লাগে ঢেউ।
দানের নামে প্রচার করে
করুনা তো চাইনা,
মানুষ বলে মানলে পরে
হাত পেতে যাই না।
দুঃখের সময় কাছে থাক
এইটুকুই চাই,
প্রতিদানে দেবই অনেক
কাছে যদি গো পাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।