ভালবাসার কাঙাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার মস্তিষ্কের সেরেব্রাম তোমার জন্য আজ নষ্টের পথে
কবে জানি উন্মাদ হয়ে যাই,
তোমার মেকি ভালবাসার আলা আর সইতে পারে না
আমার আইরিস?
.
তোমার ভালবাসার মেলালিনে আমি পরিবর্তন হয়েছি
কোয়ার্ডরিসেপস আজ ধংসের পথে।
.
আমার দুইশত ছয়টি হাড় তোমারে দিতে চেয়েছিলাম
তোমার ক্ষুদা নিবারণ করার জন্য,
.
হাড়ের ভিতরের বোন ম্যারো তো তোমার প্রিয় খাবার
চুসে খেতে বিনিময় শুধু তোমার ভালবাসা দিতে।
.
ল্যারিংস এর মিষ্টি আওয়াজে শুনিয়ে ঘুম পারিয়ে দিতে আমায়
ক্যারোটিন নখ দিয়ে বক্ষ ভেদ করতে,
.
আমার দুটি ফুসফুস, কলিজার স্বাদ
জিহ্বা দিয়ে নিতে, বিনিময় একটু ভালবাসা দিতে?
.
আমার ত্বকের এপিডার্মিস লিখে দিও তোমার গোপন কথা গুলো
হয়তো আবার আসবো এ বসুন্ধরায় মানুষ না হোক
রাক্ষসীর বরের বেশে!
.
তবুও তোমায় মনে রাখতে পারবো, আমি মানুষ হয়ে রাক্ষসীর প্রেমে পড়েছিলাম,তাই হয়তো আজ বিধাতা রাক্ষস বানিয়েছেন?
.
তোমার চরণকমল দিয়ে আমায় দলন করিও,
আমার ডান নিলয় বাম নিলয় কে তোমায় ভালবাসার অপরাধে সাজা দিও,
হৃদপিন্ড বন্ধ করে দিও,
.
আমার রক্ত মেখে নৃত্য করিও, আহ্ তুমুল নৃত্যের ঝড়ে অসুর দেবতাকেও
ডেকে এনো?
.
আমার কিডনি দুটো কে খেতে দিও তোমার দেবতা অসুর কে
আমার শরীরের সব অঙ্গ- প্রত্যঙ্গ ভক্ষণ করিও,
.
তবুও আমায় একটু তোমার ভালবাসা দিও
একটু বুকে জড়িয়ে নিও,ভালবাসার পরশে হয়তো ভুলবো নিজেকে হারানোর বেদনা,তবুও তোমার ভালবাসার কাঙালের শেষ কথাটি রাখিও?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৯-০৮-২০১৭ ২১:২৯ মিঃ
আমার রক্ত মেখে নৃত্য করিও, আহ্ তুমুল নৃত্যের ঝড়ে অসুর দেবতাকেও
ডেকে এনো?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।