হে ঈশ্বর তোর কি লাজ শরম নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে ঈশ্বর তোর কি লাজ শরম নেই
আমার কষ্ট কি তোর খুব ভাল লাগে,
আমার জন্য তোর কি একটু মায়া হয় না
দিনমান আমায় নিয়ে খেলিস
তোর কি একটু লাজ হয় না।
.
হে ঈশ্বর তুমি তো অবিনশ্বর
যা খুশি তাই করতে পারো,
আমি তোমার গোলাম তাই বলে কি
দেখভাল করা ছেঁড়ে দিয়েছো।
.
যা খুশি তাই করো যখন চাও
শাস্তি দাও,
তবে কতটুকু সুখ দিলে আমায়
কষ্টের যাতাকলে পৃষ্ট করতেছ প্রতিদিন
তুমি তো বেহায়া
তোমার গোলাম কে একটু সুখ দিতে কুণ্ঠাবোধ করো?
.
তোমার গোলামের কষ্ট দেখে হাস্য করো
একটু খবর রাখো না তোমার গোলামের,
আর কত কষ্ট দিবে, পারলে কঠিন শাস্তি দাও
তোমায় যেন আর বেহায়া বলে গালি না দিতে পারি
মেরে ফেল আমায় তবে
এভাবে আর কষ্ট দিও না তোমার গোলাম কে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৯-২০১৭ ১০:৫৬ মিঃ

হে ঈশ্বর তোর কি লাজ শরম নেই
আমার কষ্ট কি তোর খুব ভাল লাগে,
আমার জন্য তোর কি একটু মায়া হয় না
দিনমান আমায় নিয়ে খেলিস
তোর কি একটু লাজ হয় না