স্টার জলসা জি বাংলা কবে হবে বন্ধ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
স্টার জলসা,জি বাংলা কবে হবে বন্ধ
কবে লাঘব পাবে পারিবারিক দ্বন্দ্ব,
তথ্য মন্ত্রী ইনু মিয়ার নেই কোন শক্তি
কৃতাঞ্জলিপুটে ভারত বিধাতার কাছে করে ভক্তি।
.
স্টার জলসা, জি বাংলা খাচ্ছে বঙ্গ ললনার মাথা
ইনু সাহেব কিছু করে না নেই কোন তার মাথা ব্যথা,
আদালতে রিট হয়
জর্জ সাহেব ফিট হয়,স্টার জলসা, জি বাংলা
বন্ধ করতে করে ভয়।
.
ইনু- জর্জের মুরদ নাই
আম জনতার শান্তি নাই,
টিভি দেখা নিয়ে স্বামী- স্ত্রীর লড়াই
বাঙালি জাতি হিসেবে খ্যাতি পেয়েছি প্রথম মোরাই।
.
ইনু- জর্জের বউ খাওয়াইছে ভারতীয় রস
তাই ইনু- জর্জ বউয়ের মোহে হয়েছে বস্,
বাঙালীর দাবি শোনে না, ভাল- মন্দ বোঝে না
দেশীয় সংস্কৃতির কদর বোঝে না,
ইনু- জর্জের কবে হবে সুবুদ্ধি
আর কতকাল জি বাংলা, স্টার জলসা
চলবে এই বঙ্গে বেহদ্দি?( বেহদ্দ)
.
বিশেষ দ্রষ্টব্যঃ আমি কোন দলের সংশ্লিষ্ট নই,বাঙালীর পক্ষে থেকে লেখা
বাধ্য হয়ে প্রহসনের পথ বেঁচে নিতে হল,
মাননীয় মন্ত্রী, জর্জ সাহেব কিছু একটা করুন.............
.
রচনাকালঃ
বিকেল ৪:৫৭- ৫:৯ মিনিট
০২/০৯/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।