বিধ্বস্ত মনের নীলিমা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বিধ্বস্ত মনের নীলিমা
বারংবার মন ভেঙ্গে যায়,
আমার কষ্ট দেখে বনিতার
হাসি পায়।
.
মন কেন আজ অশান্ত
মনের নীলিমার বিধ্বস্ত কেন আজ,
মনের নীলিমায় হেলাল,সেতারা
কেন আজ ওঠে না?
.
মনের জমিতে আজ কেন
ভালবাসার ফুল ফেঁটে না,
প্রেম কাননের অলিরা আজ কেন
মধুর পিছনে ছোটে না।
.
তুমি কি হে বনিতা
প্রেম নিয়ে আর কত করবে ভণিতা,
আর কত যুবার মনের নীলিমা বিধ্বস্ত করবে
আর কত মনে তাদের কুল কাঠ জ্বালাবে?
.
রচনাকালঃ
7:58-8:08PM
07/09/2017
.
-ফাইয়াজ ইসলাম ফাহিম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-০৯-২০১৭ ২০:১৭ মিঃ
বিধ্বস্ত মনের নীলিমা
বারংবার মন ভেঙ্গে যায়,
আমার কষ্ট দেখে বনিতার
হাসি পায়।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।