মেঘলা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মেঘলা আমায় ছেড়ে তোমার মনে
কার বীজ বুনছো,
প্রেমাকাশে অশনি ফুটছে
কান পেতে কি তা শুনছো।
.
প্রেম নিয়ে খেল না মেঘলা
তোমার ছাড়া থাকতে পারি না
বড্ড লাগে একলা।
.
হে মেঘলা হে আমার মনের রাণী
একটু বক্ষে জায়গা দাও
করবো তোমায় যুবজানি।
.
হে মেঘলা ফিরে এসো মম তরে
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধিবো
ছোট্ট কুঁড়ে ঘরে,
তুমি আমায় নিয়ে আর খেল না খেলা
এভাবে প্রেম খেলা খেললে যাবে যে চলে যৌবন বেলা।
.
২৮/০৯/২০১৭
১০ মিনিটে লেখা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।