নকল কবি
- ফয়েজ উল্লাহ রবি

কতো উপাধীতে খুশি 'কবি'
রিপুতে আঁকেন ছবি,
অখাদ্য খাওয়ান কতো জনরে
তবু উনি মহান কবি।

গানের কথা নকল করে
সুর সে করে চুরি,
বিশাল বড় শিল্পী/সরকার উনি
প্রতিভা ঝুড়িঝুড়ি।

সব নকলের ভিড়ে আসল কোথায়
ক্ষুদ্র প্রাণ এক লোকালয়ে হারায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।