আরাধনা-২০
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

ওগো পরম দয়াময়, হে রহীম-রহমান,
আমাকে করো তুমি,পরিপূর্ণ মুসলমান।

আবু বকরের মতো নম্র করো, তেমনি করো ইমানদার,
আলীর মতো দাও শক্তি-সাহস, দাও বুদ্ধি-জ্ঞান সম্ভার।
ওমরের মতোই নীতিতে কঠোর, দাও শুদ্ধ শাসনভার,
উসমানের মতো লজ্জা দাও হে, সাধ্য দিও দান করার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।