তবে ভাল থেক!
- ফাইয়াজ ইসলাম ফাহিম
জবাব নেই
এভাবে চুপ থেকে যদি ভাল থেক,
তবে ভাল থেক!
.
আর তোমার দ্বারে কড়া নাড়বো না
বলবো না যে তোমায় ভালবাসি,
বলবো না যে এসো বিবাহ করি
ছোট্ট সংসার করি?
.
তোমার আমিত্বের কাছে আমি পর্যদুস্ত
হয়েছি হে কেশবতী,
তোমায় বোঝানোর শক্তি আমার নেই
তবে ভাল থেক
পারলে অন্য কারো ছবি তোমার বক্ষে এঁকো।
.
আমি তোমার জন্য আর প্রেম দেবতা
মদনের দ্বারে অর্চনা করবো না,
তোমার পুষ্প কোমল অঙ্গ সজীব থাকুক
তোমার যৌবন মধু আর পান করতে চাইবো না।
.
তবে ভাল থেক হে আমার কেশবতী
তোমায় কখনো আর নিজের করে ভাববো না,
ভাববো না যে আমার অমরাবতী।
.
তুমি যেথায় থাক ভাল থেক
আর ভালবেসে করতে চাই না নিজের ক্ষতি,
তুমি কেড়ে নিয়েছো মম
ভালবাসার জ্যোতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-১০-২০১৭ ০৯:৪২ মিঃ
মি যেথায় থাক ভাল থেক
আর ভালবেসে করতে চাই না নিজের ক্ষতি,
তুমি কেড়ে নিয়েছো মম
ভালবাসার জ্যোতি।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।