ভাঙ্গা মন চাঙ্গা হলো
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ভাঙ্গা মন চাঙ্গা হলো তোমায় দেখার পর
এ কোন রুপ তোমার,
তোমায় দেখে সব প্লান হলো যে নড়- বড়।
.
কি করি এখন পাই না ভাল- মন্দ
কিছু খুজে,
তোমায় অনিমেষ দেখি আর
থাকি চোখ বুজে।
.
কি হল চোখের
কি হল মনের,
বারংবার ভাবি কিসে তোমায়
জীবন চলার পথ কি হলো তবে হের- ফের?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।