মুহির মাহি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তুমি কি শুনতে পাও মোর আর্তনাদ
হে মুহির মাহি,হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও?
.
ভালবাসার ফোনে কোন নাম্বার নেই
তাই চেয়েছিলাম তোমার মনের নাম্বার
সর্বদা সেভ করে রাখতাম
কখনো ডিলেট করতাম না?
.
হে আমার প্রেমাস্পদা,
হে আমার মুহির মাহি
দাও তোমার মনের নাম্বার
ভালবাসার কিছু কথা বলবো তোমায়?
.
এভাবে চুপটি করে থাকো না মুহির মাহি
ভালবাসার ব্যালেন্স এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে,
জলদি দাও তোমার মনের নাম্বার
আমি ভালবাসার ফোনে কথা বলবো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-১০-২০১৭ ১৪:৫৯ মিঃ

শুনতে পাও মোর আর্তনাদ
হে মুহির মাহি,হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও