ভুল
- ওমায়ের আহমেদ শাওন
এইতো, ব্যর্থতার কারণগুলো খুঁজে পেয়েছি
আর কোন প্রতিবন্ধকতা নেই;
খুব সহজেই
এগিয়ে যাচ্ছি।
হঠাৎ আবারো থমকে দাঁড়াই
নিরবতার শব্দেই;
ভাবতে থাকি যে মুখখানা বালিকার বুকে রাখি
কি পেল তৃপ্তির আস্বাদন
চিরকাল মিথ্যের-ঈ জীবন
রয়ে যায় অপূরণ
করে ব্যর্থতায় থেকে আরেক ব্যর্থতায় গমন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।