বৃষ্টি ও রাত এবং পিংকি ও আমি
- ওমায়ের আহমেদ শাওন
মনে তো পড়বেই,
জীবন্ত কাহিনী: পিংকির সাথে আমার
স্মৃতি-সময় তো কম; হয়ত সেকারণেই
হৃদে-দংশিত বারংবার।
সেদিন
বৃষ্টি ছিল,
সেদিন
রাত ছিল,
সেদিন
একটি কক্ষে জুড়ে পিংকি ও আমি একা ছিলাম
পরম স্বাদের অনুভূতি পেলাম।
রাতের অন্ধকারে বৃষ্টি পড়ছিল,
আমিও পিংকির বক্ষে আছড়ে পড়েছিলাম,
বৃষ্টি রাতের সঙ্গমতা গ্রহন করেছিল
আমিও তেমন পিংকির সঙ্গমতা গ্রহন করেছিলাম।
আদিমতার সমুদ্রে নামি
বৃষ্টি, রাত, পিংকি, আমি
যেন একটি ঘরের চারটি খুঁটির দৃঢ়তা
যার সমন্বয়ে প্রেম যোগ কামের লীলায় সমতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।