গিফট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দেখা করলে লাল টি-শার্ট গিফট করব
আসবে কি,
না না না আমি আসব না?
.
দেখা করলে একটি ঘড়ি গিফট করব আসবে কি
কলেজে ,
না না না আমি আসব না?
.
দেখা করলে সানগ্লাস গিফট করব
আসবে কি পার্কের মোড়ে,
না না না আমি আসব না?
.
দেখা করলে একটি চুমু গিফট করব
আসবে কি নির্জনে
না না আমি আসব না?
.
দেখা করলে যদি তোমার মনটা গিফট পাই
কিছু যদি ভালবাসা পাই
তবে আমি আসব,
যেখানে ডাকবে সেখানে
তখন আর না না না বলব না হে ললিত কন্যার দল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।