রোমান্টিক গার্ল ফ্রেন্ড নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

রোমান্টিক গার্ল ফ্রেন্ড নেই
তাই শীত অনুভব হয়,
যদি থাকতো কোন রোমান্টিক গার্ল ফ্রেন্ড
তবে শীত অনুভব হত না।
.
সারাদিন রোমান্টিক গার্ল ফ্রেন্ডের সঙ্গে
প্রেমালাপে মত্ত থাকতাম,
সব সময় তনু - মনে উষ্ণতা
বিরাজ করতো?
.
শীত রোমান্টিক গার্লের মিষ্টি বচন
শুনে হারিয়ে যেত
কোন সে দূর অজানায়!
আমার যদি একটা রোমান্টিক গার্ল ফ্রেন্ড
থাকতো তবে কতই না আনন্দ হত?
.
কিন্তু, রোমান্টিক গার্ল ফ্রেন্ড আমার নেই
তাই শীতের এ্যাত্ত বাহাদুরি,
কখনো আমার ঠোঁটের চামড়া তুলে নিচ্ছে
কখনো বা ত্বকের?
.
খুব কষ্ট দিচ্ছে শীত
রোমান্টিক গার্লফ্রেন্ড যে কবে হবে আমার,
আর কবেই শীত কে শাস্তি দিতে পারব
উপহাস করে বলতে পারব
শীত এই দেখ আমার রোমান্টিক গার্ল ফ্রেন্ড?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-১১-২০১৭ ১৭:৪১ মিঃ

শীত রোমান্টিক গার্লের মিষ্টি বচন
শুনে হারিয়ে যেত
কোন সে দূর অজানায়!
আমার যদি একটা রোমান্টিক গার্ল ফ্রেন্ড
থাকতো তবে কতই না আনন্দ হত?