অপরিচিতা
- এস.এম. আরিফ
তুমি কে?
তুমি কি দেখতে সুন্দরী?
দেখতে কি হুলপরী?
.
তুমি কে?
তুমি কী থাকো ঐখানে?
যেখানে ফুল আর মৌমাছি
করে ভালবাসা চাষ!
.
তুমি কে?
কি আছে তোমার হাসিতে?
নিশ্চয় তুমি জম্মাও নি
সময়-লিওনার্দো দ্যা ভিচ্ঞি!
.
সত্যি তুমি কি?
গায়ের রং নয়, যেন
ফুলদের অপমান করার
দুষ্প্রাপ্য স্বর্গীয় রং !
.
তুমি কে ?
ওটা কি চলার ভঙ্গি?
নাকি সকল নদীর বাকগুলোর
এক উপমার সন্ধি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।