সোনালী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

চাঁদ- সুরুজ সাক্ষী
তুমি সোনালী আমার বউ,
তুমি ছাড়া আমার মনে
নেই যে আর কেউ?
.
সোনালী রাগ করো না
তুমি আমার সব,
তোমার সনে জারিজুরি করলে
বিধাতা থাকত না নীরব।
.
সোনালী বুঝ আমায়
তুমি ছাড়া অন্য কাউকে দিব না
ভালবাসার সময়।
.
সোনালী তোমার আলাতে নিজেকে পুড়াতে চাই
নিজের ভালবাসা কে পাকাপোক্ত করতে চাই।
.
সোনালী লক্ষী বউ আমার
আমি যে কারো নেই শুধু যে তোমার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।