বইযের অর্ডার দিন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার সনে দেখা করে কিসে কিনবে বই
পারলে বইয়ের অর্ডার দাও নিরব থেক না সই,
দেখা তো করব তোমার সনে
নিভৃতে আমি তুমি থাকব, থাকবে না কোন সে?
.
আমার সনে দেখা করলে পাবে নাকো স্বর্গ
আমি পারি না প্রেম বিলাতে নেই যে প্রেমের অর্ঘ......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৫-১২-২০১৭ ১৭:৪৮ মিঃ
সবার_আগে_ঘরে_বসে_বইমেলার_বই
প্রকাশ হবে #বাংলার_প্রকাশন হতে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮'তে।
ফাইয়াজ ইসলাম ফাহিম এর প্রথম বই -- "একটা লাল ঠোঁট চাই (কবিতা)"
শুধুমাত্র আরণ্যক এ প্রি-অর্ডার করলে পাচ্ছেন ২৬% ছাড়।
প্রি-অর্ডার করা প্রতি বইতে থাকছে লেখকের অটোগ্রাফ!
মুদ্রিত মূল্যঃ ১৩৫/- টাকা
ছাড়কৃত মূল্যঃ ১০০ টাকা
নাম শুনেই পাঠক হয়তো বুঝে ফেলেছেন "একটা লাল ঠোঁট চাই" গ্রন্থটি রোমান্টিক ধরণের লেখা। হ্যাঁ, এটি পূর্ণ রোমান্টিকতায় ভরপুর একটি কবিতার বই। কাব্যগ্রন্থটির কবিতাগুলো পড়লে আপনার মনে ভালোবাসা জেগে উঠবে, তনু- মন আন্দোলিত হবে,আপনি হারিয়ে যাবেন ভালোবাসার রাজ্যে, নিজেকে খুঁজে পাবেন না এই ভূলোকে!
তবে যারা এখন প্রেম করছেন তারা মোটেও এই বই কিনবেন না! তাহলে নতুন করে আরেক প্রেমের সন্ধান পেয়ে যাতে পারেন!
গ্রন্থটির কবিতাগুলো যাচাই করা, প্রতিটি কবিতায় ভালোবাসার বীজ বপন করা আছে!
কবিতা চায় মানুষের বক্ষে ভালোবাসা চাষ করবে এবং ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখবে মানুষের মনকে।
এমনিভাবে যদি আপনার ইচ্ছে জাগে বক্ষে ভালোবাসা চাষের তবে এখনই
"একটা লাল ঠোঁট চাই" কাব্যগ্রন্থটি সংগ্রহ করার জন্য অগ্রীম অর্ডার করুন। ঘরে বসে পেয়ে যান লেখকের অটোগ্রাফ সহ
ফেসবুকে অর্ডারঃ www.facebook.com/aaroonnok
ওয়েবসাইটে অর্ডারঃ https://goo.gl/EoeNG7
ফোনে অর্ডারঃ ০১৯১৩ ৫৫৫ ৩২১
হোয়াটসঅ্যাপে অর্ডারঃ ০১৯১৩ ৫৫৫ ৩২১

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।