ভালবাসার লয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনে ভালবাসা উদ্বেল হয়
আর বারংবার হয় ক্ষয়,
পারিতোষিক দিতে পারি না
তাই কেউ আমার নয়।
.
সবাই আমায় ভালবেসে
মন করে যায় পঙ্কিল,
ডানা ঝাপটে নীলিমার বুকে উড়ে যায়
মনে হয় শঙ্খচিল।
.
আমার ঋজুতা দেখে
দেবীরা ভালবাসার আইন করে উল্লঙ্ঘন,
অলীক বচন শোনায় আমায়
বলে তোমার - আমার এক মন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-১২-২০১৭ ১৮:০১ মিঃ

মনে ভালবাসা উদ্বেল হয়
আর বারংবার হয় ক্ষয়,
পারিতোষিক দিতে পারি না
তাই কেউ আমার নয়