ডোনাল ট্রাম্প
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দুইশত কোটি মুসলিমের রক্ত দিব
ডোনাল ট্রাম্প তুই থাম,
উন্মাদ মস্তিষ্ক নিয়ে ভাষণ দিয়ে
কমাস না নিজের দাম।
.
ডোনাল ট্রাম্প তুই মানুষ না
শয়তানের ড্রাম,
আর কতকাল ফিলিস্তিনি নিধনে
ইসরাঈল কে দিয়ে চলবি পাম?
.
সময় তোর ঘনিয়ে এসেছে
বিশ্ব মুসলিম হয়েছে ঐক্য,
ওল্টা- পাল্টা বলবি না
উচ্চারণ করবি না আর কোন বাক্য।
.
সময় থাকতে ভাল হয়ে যা
ধর্মের জ্বালাস না আগুন,
তামাম বিশ্ব তছনছ হবে
চাইরে দিকে দেখবি শুধু আগুন আর আগুন।
.
.
সদ্য লেখা সময় লাগল ৫ মিনিট......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।