তার নিকট যখন কিছুই নাই
- ওমায়ের আহমেদ শাওন

তার সাথে অনেক সময় পার করে এসেছি;
কখনো একটি বারও মনে হয়নি,
হঠাৎ যখন তার বিয়ে হয়ে গেল,
তার কোলে একটি মেয়ে সন্তান জম্ন নিলো !
তারপর তার স্বামী তাকে রেখে চলে গেল !
আমি অবাক হয়ে তার পাশে পরে থাকলাম,
সে আমাকে কখনোই চায়নি
কিংবা আমিও তাকে কখনোই চাইনি।
জানিনা, এভাবে অবাধে কারো মনের সন্নিকটে থাকাটা
পরকীয়া কিনা ?
কত মূহুর্ত, কত সময়, কত দিবস যে তার সাথে
নিবিড় ঘনিষ্টতায় কাঁটিয়েছি...।
আমাকে দেবার মত তার নিকট যখন কিছুই নাই,
ঠিক তখনি তার ভালবাসা পাবার জন্য ব্যকুল হয়ে উঠি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।