পিংকির সাথে যেভাবে রাত কাঁটে
- ওমায়ের আহমেদ শাওন ২৫-০৪-২০২৪

রাতের সুনসান নিরবতায়-
অকৃত্রিম কৌমুদীর দীপ্ত আলোয় তার আইলানার মত
গাঢ় সমেত মায়াবী কালো চোখ দু’খানা দেখতে পাই,
নির্বাকভাবে দু’জনে একে-অপরের প্রতি তাঁকিয়ে থাকি
দীর্ঘ সময় ধরে।
পিংকি ধীরে ধীরে যখন কাছে আসে
চুম্বনের ঝড় শুরু করে দেই, সেও একই রকম !
এভাবে প্রতিটা কাছে আসার রাতই কেঁটে যায়;
আমি তার নিকট হতে স্বস্থি নিতে চাই, সে তৃপ্তি পেতে চায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।