জলের দান
- প্রবীর রায়

জল মোরা গড়তে অপারক,তাতেই অন্য জীবন,
জল যদি বাঁচাতে পারি,তবেই বাঁচিব এখন।
শ্রেষ্ঠ মোরা,আরেক দেবতা,অপচয় নয় কভু,
তৃষ্ণা মেটায় দেহের বিকাশ,প্রকৃতি বৃদ্ধির প্রভু।
শস্য শ্যামলা সবুজের দাতা,প্রাণে হৃদ সঞ্চার,
ঋতুর বদল গগনের নীল,গ্রহ খোঁজ লঞ্চার।
শিবের জটা আলোক ছটা, ভূমির রত্ন জল,
জীবের গতি পুণ্যে 'মতি,বিষে অমৃত জল।
বোবার বাস বাহারি সুবাস, ফুল জলচর দ্যুতি,
কণ্ঠের ভাষা চিতার হাসা,আত্মার ত্যাগ স্তুতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।