ফিলিস্তিনের সুবোদ বালক
- ফয়েজ উল্লাহ রবি
তোমার শক্তির সামনে আমি শূর্ন্য
তবে আমি আমার, মনোবলে পরিপূর্ণ।
তোমার ট্যাংক এর সামনে আমি অসহায়
দু’চোখে অশ্রু ঝড়ে, সেতো রক্ত বন্যায়।
আর কতো রক্ত নদী দেবো বলো বিলিয়ে ?
হাজার সোনার ছেলে মিটিতে গেলো মিলিয়ে।
আমার আর্তনাদ শোনেনা বিশ্ব; আজ তারা বধির
“স্বাধীনতা” মুখে “স্বাধীনতা” বুকে বিঁধে তীর।
“যুগে-যুগে শিকলে বাঁধা আমার প্রিয় মাতৃভুমি
এতো জল, রক্তের ঢল - দেখোনা প্রভু তুমি” ?
ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।