কবিতায় চিনে নিও
- নাহিদ সরদার

খুলনা বিভাগীয় যাদুঘরে (আগামি ০৩/১১/২০১৭ শুক্রবার সকাল ৮: ৩০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত , পড়শীর মিলন মেলা। আমি কিন্তু যাচ্ছি।)


কবিতায় চিনে নিও
মো: নাহিদ সরদার

অপেক্ষার ভীষণ ভালোলাগায় কেটে যাচ্ছে দিন,
সময়ের হাত ধরে যেতে যেতে
কেউ হয়তো থমকে দিবে চলা
হয়তোবা বলবে প্রিয় পড়শী আমার,
এসোনা কবিতা বলি
এসোনা একটু গান গাই।
চোখের আঁড়ালে থাকা,
কিছু প্রিয়মুখ চিনে যাই
এক হয়ে একাকার হই গল্প আড্ডা, গানে।
আমি অপেক্ষায় আছি প্রিয় সে সময়ে,
ওহে প্রাণের প্রিয় পড়শী!
হাজারো কবির ভীড় ঠেলে
তোমারটা কি আমাকে চিনে নিতে পারবে?
যদি চিনতে একটু কষ্ট হয়
আমাকে চিনে নিও
আমার কবিতায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।