তোর সাথে কাটাব জীবন
- নাহিদ সরদার
তোর সাথে কাটাব জীবন
মো: নাহিদ সরদার
দামি কোনো ফুল নয়
এক শরতের কাশফুলেতে
তোর সাথে কাটাব জীবন।
সুজকির নরম গদিতে নয়
এক সাইকেলে শরীর ঘেষেই
তোর সাথে কাটাব জীবন।
টাইলস বসানো বাড়িতে নয়
বাঁশের বেড়ায় লজ্জা ঢাকা একঘরে
তোর সাথে কাটাব জীবন।
রঙনি অালোর ঝলকানি নয়
একমুঠে এক জোনাক আলোয়
তোরসাথে কাটাব জীবন।
যেদিন ঘরে চাল রবেনা
সেদিন তোরই কবিতা দিলেই
তোর সাথেত কাটাব জীবন
দামি কোনো রেস্টুরেন্ট এর
দামি দামি খাবারে নয়
দশটাকার এক ড্রাই মিল্কে
তোর সাথেতে কাটাব জীবন।
লেহিঙ্গা বা জামদানি নয়
নিদেনপক্ষে দুই আড়াইশোর
এক শাড়িতে
তোর সাথে কাটাব জীবন।
তাও চাইনে শুঁধু তুই থাকিস আমার হয়ে
তাতেই আমি
তোর সাথেতে কাটাব জীবন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।