বিশুদ্ধ প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৯-০৩-২০২৪

বিশুদ্ধ প্রেম

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন




চিন্তা চেতনাতে তুমি আছ প্রিয়া নিকোটিনের মত।

ভুলে যেতে চাই না আমি।
প্রয়োজন আছে যত।


নিকোটিন কি বিষাক্ত, লোকে বলে।
কই, তোমাকে ভালোবেসে তো আমি মরিনি।
বেচে আছি এখনো।
অনন্তকাল এইভাবে বেচে থাকবে জীবন।
যেমন বেচে থাকে কবিরা।
জ্বলন্ত নিকোটিন হয়ে।



বার বার তৃষ্ণা বাড়ায় যে প্রেম।
সে প্রেমের ইতিহাসে তোমার নাম লিখেছিল কোন কবি।


সে আজ চলে গেছে দূরে।
চলে গেছে এই পথ ছেড়ে।
সে আজ কোন মরূদ্যানে হাটছে যাযাবরের হয়ে।
যেখানে আলো আধার খেলা করে।
সেই দ্বীপের অজানা রাস্তা ধরে হাটছে সে।


প্রিয়া তুমি তো সেই মরুকন্যা
যে মরুকন্যা কবির হৃদয় কেড়েছে।
কবিকে ভিখারি করেছে।



প্রিয়া তুমি তো সেই ললনা।
বেদুঈন কবির ঘুম নষ্ট করেছিল যে।
যার তরে জীবন দিয়েছিল আরব্য সম্রাট।





তুমি তো শেষ রাতের জোনাকি।
সবাই তোমাকে পেতে চায় একাকী।
যুবক যুদ্ধার ঘুম তুমিই করেছিলে নষ্ট।
সেই ইতিহাসে আজো লেখা আছে কষ্ট।


প্রিয়া তোমার প্রেম আমার হৃদয়ে।
নিষিদ্ধ এক উষ্ণতা জাগিয়েছে।
নিকোটিনের শুদ্ধ প্রেম যেমন।
কখনো ছাড়েনা মানুষের চাওয়াকে।



কই আমি সেই প্রেমে তো যৌবন পেয়েছি।
নষ্ট তো হয়নি আমার চিন্তারা।
তাদের নিয়ত খারাপ ছিল না।
তোমাকে ভাবার সময়।




প্রিয়া তোমার প্রেম।
তোমার উষ্ণতার ছোয়া।
যেই ভূমিতে শান্তি দিয়েছিল যুবক যুদ্ধার মনে।
ইতিহাস তার সাক্ষী।
সেই ইতিহাস কেউ জানেনা।


জানে মেসোপটেমীয় সেই কবিদল।
জানে আকাশের সেই ফেরেশতারা।
জানে বাতাসে লুকিয়ে থাকা আশা গুলো।
যে আশা বাসা বেধেছিল সেই পৃথিবীর বুকে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

almamun1996
২৪-০১-২০২০ ২২:৫০ মিঃ

বিশুদ্ধ প্রেম

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন




চিন্তা চেতনাতে তুমি আছ প্রিয়া নিকোটিনের মত।

ভুলে যেতে চাই না আমি।
প্রয়োজন আছে যত।


নিকোটিন কি বিষাক্ত, লোকে বলে।
কই, তোমাকে ভালোবেসে তো আমি মরিনি।
বেচে আছি এখনো।
অনন্তকাল এইভাবে বেচে থাকবে জীবন।
যেমন বেচে থাকে কবিরা।
জ্বলন্ত নিকোটিন হয়ে।



বার বার তৃষ্ণা বাড়ায় যে প্রেম।
সে প্রেমের ইতিহাসে তোমার নাম লিখেছিল কোন কবি।


সে আজ চলে গেছে দূরে।
চলে গেছে এই পথ ছেড়ে।
সে আজ কোন মরূদ্যানে হাঁটছে যাযাবরের হয়ে।
যেখানে আলো আধার খেলা করে।
সেই দ্বীপের অজানা রাস্তা ধরে হাঁটছে সে।


প্রিয়া তুমি তো সেই মরু কন্যা
যে মরু কন্যা কবির হৃদয় কেড়েছে।
কবিকে ভিখারি করেছে।



প্রিয়া তুমি তো সেই ললনা।
বেদুঈন কবির ঘুম নষ্ট করেছিল যে।
যার তরে জীবন দিয়েছিল আরব্য সম্রাট।





তুমি তো শেষ রাতের জোনাকি।
সবাই তোমাকে পেতে চায় একাকী।
যুবক যোদ্ধার ঘুম তুমিই করেছিলে নষ্ট।
সেই ইতিহাসে আজো লেখা আছে কষ্ট।


প্রিয়া তোমার প্রেম আমার হৃদয়ে।
নিষিদ্ধ এক উষ্ণতা জাগিয়েছে।
নিকোটিনের শুদ্ধ প্রেম যেমন।
কখনো ছাড়ে না মানুষের চাওয়াকে।



কই আমি সেই প্রেমে তো যৌবন পেয়েছি।
নষ্ট তো হয়নি আমার চিন্তারা।
তাদের নিয়ত খারাপ ছিল না।
তোমাকে ভাবার সময়।




প্রিয়া তোমার প্রেম।
তোমার উষ্ণতার ছোঁয়া।
যেই ভূমিতে শান্তি দিয়েছিল যুবক যোদ্ধার মনে।
ইতিহাস তার সাক্ষী।
সেই ইতিহাস কেউ জানেনা।


জানে মেসোপটেমীয় সেই কবি দল।
জানে আকাশের সেই ফেরেশতা রা।
জানে বাতাসে লুকিয়ে থাকা আশা গুলো।
যে আশা বাসা বেধেছিল সেই পৃথিবীর বুকে।

almamun1996
০৬-০১-২০১৮ ০৯:০৮ মিঃ

এটাও প্রেম। যদি তুমি বুঝ