আজকের পত্রিকা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আজকের পত্রিকা
++++++++++++
প্রিয়া তুমি কি পড়েছিলে আজকের পত্রিকা।
আজকের খবরে কি দেখলে আচমকা?
চোখ কি তোমার কপালে উঠেনি?
তুমি কি দেখোনি আজকের পত্রিকা?
ওহে সুন্দরি মালবিকা।
ওহে নারীবাদি প্রিয়ংকা।
তুমি কি দেখেছো আজকের পত্রিকা?
দেখোনি আজ আক্রমন করলো কে কাকে?
দেখোনি যাদের তোমরা অধিকার আদায়ের হাতিয়ার বলতে।
যাদের এতোদিন গুরু মেনে এসেছো।
বার বার মাথা নতজানু হয়ে সালাম করেছো
তারা আজ তোমাদের সাথে কি সম্মাননা প্রদর্শন করলো।
কি ভাবে তোমার বোনের কাপড় নিয়ে করল টানাটানি।
আজ তোমার মুখে কেনো তালা?
আজ তোমাদের হাতে কেনো শিকল?
আজ তোমরা কি সত্যিকার ভাবেই চুরি পড়ে নিয়েছো?
প্রতিবাদ আজ কার বিরুদ্ধে করবে?
কাকে বলবে অত্যাচারী?
কে তোমার মাথায় দিলো আঘাত।
কে তোমার সাথে করলো সংঘাত?
গুরু ভেবে ধরেছিলে যাদের হাত।
সেই হাত আজ ভেঙেছে তোমাদের দাত।
তোমরা কি বলবে এখন?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।