সাহিত্যের কশেরুকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে সালেহ মুজাহিদ
হে সাহিত্যের কশেরুকা,
তোমার ওজস্বীতা
দেখি আমি কবিতার পাগল মুগ্ধ।
.
তুমি বাংলার কবি কওমের জন্য আশীর্বাদ
স্বয়ং ঈশ্বর পাঠিয়েছে তোমায়
বাংলার কবি কওমকে রক্ষার জন্য।
.
বাংলার কবি কওম যখন
মৃদু স্বরে কাতরাচ্ছে,
ঠিক তখনি তুমি আবির্ভাব হলে
তোমার ঐকান্তিক প্রচেষ্টা
বাংলার কবি কওম কে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে?
.
হে সালেহ মুজাহিদ
হে সাহিত্যের কশেরুকা
তোমায় অভিবাদন জানাই
তোমার পাবন্দ হয়ে গেছি?
.
তুমি যুগ যুগ বেঁচে থাকো সাহিত্যের কশেরুকা হয়ে
সেই প্রার্থনা করি,
জারিজুরি করো নাকো
অসুরদের ভয়ে
নির্ভয়ে কাজ করো সাহিত্যের কশেরুকা হয়ে?
.
উৎসর্গঃ
সাহিত্যের কশেরুকা কবি সালেহ মুজাহিদ'র প্রতি
.
২০/১/২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।