হাহাকার নিয়ে বেঁচে আছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হাহাকার নিয়ে বেঁচে আছি
আমি যেদিকে যাই সেদিকে হাহাকার,
প্রতি মুহূর্তে হাহাকার আমায় গ্রাস করে
হাহাকার আমার মস্তিষ্ক চিবিয়ে খায়।
.
কর্মহীন বেকার ছেলে আমি
কাজ নেই তাই ললনার কাছে মামুলি আমি,
সব ললনার একটাই দাবি কবে কাজ করবে
কবে বিবাহ করবে।
.
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই
ভাবনার রাজ্যে চলে যাই
তবুও ভাবনাকে খুঁজে পাই না
চারদিকে শুধুই হাহাকার।
.
কাজ করার কোন অভ্যাস নেই
লজ্জা কে ডিঙ্গিয়ে
মাঠে- ময়দানে কাজ করার অভ্যাস নেই
তবুও করেছিলাম জীবন বাঁচানোর ছলে।
.
আজ কেন সব কিছু মেকি লাগে
প্রিয় পিতার কথা মনে জাগে,
ওহে যাসনে বাবা মাঠে
ফর্সা কায়া কাল হবে কষ্ট পাব খুব তাতে?
.
আজ প্রিয় বাবা নেই, চোখের সামনে
হাসতে হাসতে হার্ট-স্ট্রোক করে চলে যায়,
সেই থেকে তেমন আর হাসি না
কাউকে আর তেমন ভালবাসি না।
.
তবুও ললনার সনে প্রেম করি
ভাঙ্গা মন কে সতেজ করার জন্য
প্রিয় বাবা কে ভুলবার জন্য,
তাই জিএফ চেঞ্জ করতে ব্যস্ত থাকি
হাহাকার করা বক্ষ একটু ললনার ভালবাসায় ডাকি?
.
কিন্তু তবুও হাহাকার
প্রেমিকাদের পূরণ করতে পারি না আবদার,
আমি যেন হাহাকারের গহ্বরে হারিয়ে গেছি
নচেৎ হাহাকার ছাড়া কিছুই দেখি না কিসে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৫-০১-২০১৮ ১৩:০১ মিঃ
চে আছি
আমি যেদিকে যাই সেদিকে হাহাকার,
প্রতি মুহূর্তে হাহাকার আমায় গ্রাস করে
হাহাকার আমার মস্তিষ্ক চিবিয়ে খায়

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।