ছাত্র আন্দোলন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা
ছাত্র আন্দোলন
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
বার বার মিছিলে যায় বিদ্রোহী প্রাণ।
বার বার চিৎকার করার আহবান।
শেষ হয়েও শুরু হয় আবার।
নেমে আসুক বিদ্রোহী নজরুল আবার।
বার বার রক্ত হয়ে উঠে বারুদের গুলি।
বার বার আমি চেচিয়ে উঠি।
বার বার আমার জাগ্রত ভাষা করে হাহাকার।
আসো জাগ্রত হই আবার।
শুনি যখন মানুষের হাহাকার।
বিদ্রোহী হয়ে রক্ত করে চিৎকার।
আবার জাগ্রত হই।
জাগ্রত হই।
ঘুমের দেশে যাবার সময় কই?
চল জাগ্রত হই।
চল এবার সবার সাথে হাটি।
মাথায় যদি আঘাত করে বন্ধুক বা লাঠি।
তবু আমরা পিছনটান দিবো না।
চল আরেকবার চিৎকার করি।
আমরা লক্ষ, আমরা কোটি।
আমাদের আছে বিদ্রোহী মন।
আমরা ছাত্র, আমরা বল।
আমরা করতে পারি আন্দোলন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-০২-২০১৮ ০০:১৯ মিঃ
এই টুকু একটি পেজে কম্যান্ট করেছিলাম।
নাম National University, Bangladesh
;;;;;;কি করলো তারা আরেক নামে পোস্ট দিয়ে দিলো।।।
https://mobile.facebook.com/story.php?story_fbid=921951684652883&id=213190065529052&refid=17&_ft_=top_level_post_id.921951684652883%3Atl_objid.921951684652883%3Athrowback_story_fbid.921951684652883%3Apage_id.213190065529052%3Apage_insights.%7B%22213190065529052%22%3A%7B%22role%22%3A1%2C%22page_id%22%3A213190065529052%2C%22post_context%22%3A%7B%22story_fbid%22%3A921951684652883%2C%22publish_time%22%3A1517769027%2C%22story_name%22%3A%22EntStatusCreationStory%22%2C%22object_fbtype%22%3A266%7D%2C%22actor_id%22%3A213190065529052%2C%22psn%22%3A%22EntStatusCreationStory%22%2C%22sl%22%3A4%2C%22targets%22%3A%5B%7B%22page_id%22%3A213190065529052%2C%22actor_id%22%3A213190065529052%2C%22role%22%3A1%2C%22post_id%22%3A921951684652883%2C%22share_id%22%3A0%7D%5D%7D%7D%3Athid.213190065529052%3A306061129499414%3A2%3A0%3A1519891199%3A-9166313073149458003&__tn__=%2AW-R
===========<>>><========কত বড় চোর।।
বার বার মিছিলে যায় বিদ্রোহী প্রাণ।
বার বার চিৎকার করার আহবান।
শেষ হয়েও শুরু হয় আবার।
নেমে আসুক বিদ্রোহী নজরুল আবার।
বার বার রক্ত হয়ে উঠে বারুদের গুলি।
বার বার আমি চেচিয়ে উঠি।
বার বার আমার জাগ্রত ভাষা করে হাহাকার।
আসো জাগ্রত হই আবার।
জাগ্রত হই।
জাগ্রত হই।
ঘুমের দেশে যাবার সময় কই?
চল জাগ্রত হই।
-
চল এবার সবার সাথে হাটি।
মাথায় যদি আঘাত করে বন্ধুক বা লাঠি।
তবু আমরা পিছনটান দিবো না।
চল আরেকবার চিৎকার করি।
আমরা লক্ষ, আমরা কোটি।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।