পতিতাদের মূল্য দিন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পতিতাদের মূল্য দিন
সুখী - সুন্দর দেশ গড়ার শপথ নিন,
পতিতাদের সমাজের করে কল্যাণ
হে অচলায়তন সমাজের দাস করো নাকো
তাদের অপমান।
.
পতিতা অর্থনীতির করে উন্নয়ন
পতিতা পুরুষের মনে
ভালবাসা করে বনায়ন,
পতিতা ইভটিজং কে দিতে পারে
চূড়ান্ত ভাবে রুখে,
এক মাত্র পতিতাই
দেশ কে রাখতে পারে সুখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২১-০২-২০১৮ ০০:৪২ মিঃ

হাসালে বন্ধু তুমি এই ক্ষনে ফের মোরে
পতিতায় খোজ ভালো মন্দ
পথ দেখায় যেন আজ অন্ধ
তবে চোখ বুজে ঢুকে যাও পতিতার ঘরে

২০-০২-২০১৮ ১৯:১২ মিঃ

ভাল মেয়ে পেলে করবো!!!!

২০-০২-২০১৮ ১৮:৩৩ মিঃ

ভাই একজন পতিতাকেই বিয়ে কের নাও,
একজন পতিতাকে সুখে সংসার দাও
একালে ওকালে দুকালেই পাবে সুখ
তবু কেন সেকথায় লুকাও শ্রীমুখ