পিড্ডু গিড্ডু
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পিড্ডু গিড্ডু দুই ভাই কে
ডাকে সবাই কানা,
পিড্ডু গিড্ডু রাগে হয় ফানা ফানা।
.
পিড্ডু গিড্ডু
বড়ই অলস পায় না কিছু করিতে
তাই সবাই ছাড়ে না উপহাস ছাড়িতে।
.
পিড্ডু গিড্ডু
লাড্ডু - ফাড্ডু
খায় নিত্য
তাই মাথায় কিছু নাই ফাঁকা তাদের চিত্ত।
.
পিড্ডু গিড্ডু'র
মা- বাবা নিত্য দেয় গালি,
পিড্ডু - গিড্ডু কাঁদে
আর করে ফালাফালি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।