আমাদের চাওয়া
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমাদের চাওয়া
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন




আবারো একটা আন্দোলন চাই।
জেগে উঠতে হবে সবার।
মরতে পারবো না বার বার।


মরতে যদি হয়।
মরার মত করে মরবো একবার।
তবু ছিনিয়ে আনবো নিজেদের অধিকার।
ছাত্রদের ক্ষমতা জাতি দেখবে আবার।
সময় এসেছে জাগাবার।


কেনো নিজেদের করবো শুধু সার্টিফিকেটের মালিক?
কেনো বার বার দেখবো আমাদের পরাজয়?
কেনো ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়?
কেনো রিজাল্ট আর রুটিন নিয়ে তালবাহানা?




চলো রক্ত নিয়ে হলি খেলি।
রক্তে জাগিয়ে তুলি যৌবনের ঘ্রাণ।
রক্তে জেগে উঠুক উত্তাক বান।
রক্তে জেগে থাকুক আন্দোলনের আহবান।


আসো নিজেদের কথা বলি।
নিজেদের অধিকারের কথা বলি।



যদি দাবি না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বার বার আন্দোলন কর সারা দেশময়।
নিজেদের প্রাণের আওয়াজ ছড়িয়ে দাও বিশ্বময়।




জেগে উঠো, দেখিয়ে দাও।
দেখিয়ে দাও ছাত্রদের যৌবনশক্তি।
বার বার বয়োবৃদ্ধ রা করবে আমাদের ভক্তি।
জেগে উঠো তারুণ্য।
জেগে উঠো জাগ্রত শক্তি।
তোমাদের বুকে আঠারো আসুক নেমে।
বার বার অত্যাচারী রা যাক থেমে।
বার বার ভয় পেয়ে তাদের বুক যাক ঘেমে।




আমাদের এই চাওয়া।
এটা আমাদের অধিকার।
এটা আমাদের রক্তের কথা।
তোমাদের কেনো এতো মাথা ব্যথা?
কেনো দিতে চাওনা অধিকার?
জিজ্ঞাসা কর সবাই।
প্রশাসন কেন থাকে চুপ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।