একটা ডিম্বাশয় চাই?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

শুক্রাণু গুলো বিক্ষোভ করছে
আর অন্ধকার প্রকোষ্ঠে থাকতে চায় না,
শুক্রাণু ডিম্বাশয়ে বাস করবে বলে
সেই সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে।
.

কখনো অগ্নিগিরি দিয়ে বের হতে চায়
আবার কখনো ডিম্বাশয়ে বাস করতে চায়
মানুষ হয়ে পৃথিবী দেখতে চায়।
.
অন্ধাকার প্রকোষ্ঠে নিজেকে হারাতে ম্লান করতে চায় না শুক্রাণু
কোথায় পাই একটা ডিম্বাশয়,
যে আমার শুক্রাণুর আশা পূরণ করবে
আমার শুক্রাণু নিত্য বিক্ষোভ করে চলছে?
.
একটা ডিম্বাশয় চাই
আমার শুক্রাণু গুলোর আশা পূরণ করতে চাই,
কেউ কি দিবেন
ডিম্বাশয় ধার
শুক্রাণু মানুষ হবে পৃথিবীর ঘুচিয়ে দিবে আধার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২১-০৫-২০১৮ ১৭:০২ মিঃ

গাত্রদাহ হচ্ছে জানি হাইকু ভাই......অন্তর্হিত ভাষা তোমার ক্ষমতা নেই

২১-০৫-২০১৮ ১৬:০৯ মিঃ

এই ব্লগে ফাইয়াজ এর মতো এইসব অসুস্থ লোকজন জায়গা পায় কী করে? কেউ নাই এসব দেখার?

০৬-০২-২০১৮ ২১:১৬ মিঃ

.
একটা ডিম্বাশয় চাই
আমার শুক্রাণু গুলোর আশা পূরণ করতে চাই,
কেউ কি দিবেন
ডিম্বাশয় ধার
শুক্রাণু মানুষ হবে পৃথিবীর ঘুচিয়ে দিবে আধার