মানবতার অবতার
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মানবতার অবতার
.
....... ফাইয়াজ ইসলাম ফাহিম
.
হে মানবতার অবতার মাশরাফি
তোমায় অভিবাদন জানাই,
তুমি শুধু একজন খেলোয়াড় নও
তুমি মানবতার অবতার?
.
তোমার ভালবাসায় বঙ্গের অসুর হয়ে যাচ্ছে অসাড়
হে মানবতার অবতার,
তোমায় বসন্তের রঙিন শুভেচ্ছা জানাই
তুমি সদা সৎ পথে থাকো
করো নাকো আর ধানাই পানাই?
.
হে মানবতার অবতার
তোমার মত উদার মনের নেই যে
আর কোন খেলোয়াড়?
.
পহেলা ফাল্গুন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।