হে দেশ প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে দেশ প্রেমিক মাশরাফি
তোমার মত যদি দেশপ্রেমিক যদি
থাকতো বঙ্গদেশে,
তাহলে হানাহানি - রাহাজানি থাকত না
দূর হতো নিমিষে।
.
তুমি যে আমাদের বাঙালি জাতির আইডল
তুমি যে বাঙালি জাতির মনোবল
তোমার আদর্শে অনেকে অনুপ্রাণিত হয়েছে।
তোমার দেশপ্রেম দেখে
অনেকের অহমিকা ক্ষয় হয়ে গেছে
তুমি যে দেশ প্রেমিক
বাংলার বীর যোদ্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।