তোমার খুঁড়িয়ে খুঁড়িয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার খুঁড়িয়ে খুঁড়িয়ে
.
.......ফাইয়াজ ইসলাম ফাহিম
.
তোমার খুঁড়িয়ে খুঁড়িয়ে
বল করা দেখে আমার চোখে জল এসে যায় হে ক্রিকেট যোদ্ধা
চোখের ভিতর যেন জলরাশি টেউ খেলে।
.
আমি কিছু বলতে পারি না
শুধু কিংকর্তব্যবিমূঢ় হয়ে দেখি,
চিন্ময়ে ভাবি তোমার কথা
তোমার দেশপ্রেমের তীব্রতা দেখি।
.
হে মাশরাফি
খোঁড়া পা নিয়ে বাইশ গজ মাঠে কেমনে
যুদ্ধ করো,
আমার কল্পনা মেকি
কিন্তু, বাস্তবে ঠিক সত্য দেখি?
.
মুক্তিযুদ্ধ দেখিনি
তবে তোমার যুদ্ধ দেখেছি,
তুমি সত্যিকারে একজন দেশপ্রেমিক
এবং একজন খাঁটি যোদ্ধা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।