ভালো থেকো প্রিয়া
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - প্রেমের কবিতা

ভালো থেকো প্রিয়া।
ভালো থেকো জীবনের ছন্দে তালে।
তোমার জীবনে দুঃখ যেনো না আসে কোন কালে।



তোমার সাথে আমার যে সময় হয়েছে অতীত।
সে সময় যে ছিলো অনেক দামি।
সেসময় ভুলতে কি পারি আমি?
কি করে ভুলে থাকিবো।



তোমার স্পর্শ যে লেগে আছে বুকে।
আমার কলমে কবিতার শব্দে তুমি আছো।
তোমার সুখ দেখতে পাই কবিতার ডাইরীতে।



প্রিয়া তোমার প্রেম।
তোমার হাসি মাখা কথা।
আমার কবিতাচয়ন ছিলো, আছে।
তোমাকে কেনো ভুলে যাবো?



তুমি নাই।
তার ব্যথা নাই।
বুকে নাই কোন কষ্ট।
তুমি সুখে থাকো,
আমি সুখে আছি যাযাবর হয়ে।





প্রিয়া তোমার স্নীগ্ধ প্রেম।
তোমার প্রেমময় শেষ ছোয়া।
আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-০২-২০১৮ ০১:৪০ মিঃ

তোমার স্পর্শ যে লেগে আছে বুকে।
আমার কলমে কবিতার শব্দে তুমি আছো।
তোমার সুখ দেখতে পাই কবিতার ডাইরীতে।