তুমি কোথায়?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - প্রেমের কবিতা ১১-০৫-২০২৪

তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করে।
ইচ্ছা করে ছুয়ে দেখি তোমার মিষ্টি ঘ্রাণ।
ইচ্ছা করে প্রাণের সাথে মিলাই প্রাণ।



ইচ্ছা করে তোমার হাত ধরে হাটি।
ইচ্ছা করে তোমার পদচিহ্ন ধরে হাটি।




তুমি কি কল্পনা?
নাকি তুমি অলিক কোন ভাবনা?
তোমাকে জানার খুব ইচ্ছা আমার।



তুমি কি এই জগতের জাগ্রত রুপ?
নাকি অমাবস্যা নেমে আসা কোন রজ্যের রাজ্যেশ্বরী
তুমি কি পূর্ণিমা কোনো রাতের পথ।
নাকি নাবিকের দূরদৃষ্টি।





নারী তুমি কি মায়াবী?
নাকি মায়ারাজ্য তোমাতে আছে লুকায়িত?




তোমার ঘ্রাণ বারবার মুগ্ধ করে।
বারবার জানতে ইচ্ছা করে।
তুমি কে,
কি তোমার পরিচয়।




এই যে কবিতা।
এই কবিতার যে কবি।
সেও বলতে পারেনি।
তুমি কে।



কেনো বলতে পারেনি?
তার উত্তর আমার জানা নাই।






বড্ড ইচ্ছা করে।
তোমার চুলের ঘ্রাণ প্রাণে মাখি।
তোমার মনে এই প্রাণ রাখি।



তার সাহস কোথায়!







কবি তো আমি বিদ্রোহী কবিতা লেখি।
আমার কবিও তো নিরব।
এই কবিতা যে করেছে সৃষ্টি।
যে আমার স্বপ্ন দ্রষ্টা।
সেও আমাকে কোন পথের ঠিকানা বলেনি।



বলেনি কোথায় গেলে পাবো তোমাকে।
তোমার আপন সত্তাকে।





তুমি কোথায়?
সে ঠিকানা আমার জানা নাই।
বলেনি সে ;
কবিতা লিখেছে যে।
আমার জীবন কবিতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

hasan9999
১৮-০২-২০১৮ ২৩:৫৫ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর

hasan9999
১৮-০২-২০১৮ ২৩:৫৫ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর

hasan9999
১৮-০২-২০১৮ ২৩:৫০ মিঃ

bah. Nice hoyece

almamun1996
১৮-০২-২০১৮ ১০:৩৪ মিঃ

তুমি কোথায়?
সে ঠিকানা আমার জানা নাই।
বলেনি সে ;
কবিতা লিখেছে যে।
আমার জীবন কবিতা।