ভাগ্যবতী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সুমনা হক সুমি
কত যে ভাগ্যবতী তুমি,
কোটি ললনার
আশা নিয়েছো কাড়ি
মাশরাফি ভাই যে শুধু তোমারি?
.
মাশরাফি তোমার বর
তার জন্য কোটি মেয়ের বুক করে ধড়ফড়,
সুমনা হক সুমি
মাশরাফি ভাই কে কভু যেও না
এমন অমূল্যবান মানুষ
পাবে না যে তুমি?
.
মাশরাফি ভাই কোটি ললনার
যে আশা,
তার সনে কখনো রাগ করিও না
দিও পূর্ণ ভালবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।