...ছেলেটা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ম্যাশরাফি ছেলেটা
বাংলার ক্রিকেটারদের মাঝে সব থেকে মূল্যবান,
তাকে দেখার জন্য
সকল মানুষের মন করে আনচান।
.
মাশরাফি ছেলেটা
বাংলার ক্রিকেটের নতুন তৈরি করেছে রথ,
সে যে ছেলেটা কঠোর পরিশ্রমী -সৎ।
.
মাশরাফি ছেলেটা
তরুণদের আইডল,
তার অনুপ্রেরণায়
বঙ্গ দেশের তরুণরা হচ্ছে যে সবল।
.
মাশরাফি ছেলেটা
ডানপিটে -ভালবাসাময়,
নয়তো খিটখিটে
ভালবাসার দৃষ্টিতে সবার পানে তাকায় মিটমিটে।
.
মাশরাফি ছেলেটা বঙ্গ মায়ের দর্প
মাশরাফির শত্রু হতে চাও কিসে
ওহে অবুঝ বাছা্
হয়ে কাল সর্প।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।