পরকীয়া প্রেম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পরকীয়া প্রেম হয় সব থেকে বেশি মজাদার
চুটিয়ে প্রেম করা,
ধর্ম তথা অচলায়তন সমাজের দ্বার ভেঙ্গে
শেষ করা যায় একাকার।
.
পরকীয়া প্রেমে
পাওয়া যায় মজা,
কিন্তু পরকীয়া প্রেম যে
অধুনা সমাজে সব থেকে বড় বোঝা।
.
পরকীয়া প্রেমে
ভালবাসার পাওয়া যায় পূর্ণ শক্তি,
পরকীয়া খারাপ নয়
ভালবাসাকে করা হয় যে ভক্তি।
.
পরকীয়া প্রেম
লজ্জা কে করে শেষ,
নতুন করে ভালবাসা
করে যে উন্মেষ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।