কেলেঙ্কারি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ভালবাসায় কেলেঙ্কারি বলে কিছু নাই
কেলেঙ্কারি ভালবাসা কে করে কেতাদুরস্ত,
কেলেঙ্কারি ভালবাসা কে করে তুলে সুস্থ
কেলেঙ্কারি ভালবাসার কেতন
কেলেঙ্কারি ভালবাসা কে করে চেতন।
.
কেলেঙ্কারি দূর করে
ভালবাসার কৃষ্ণ রঙ,
কেলেঙ্কারি ভালবাসা নতুন কৃষ্টি
ভালবাসার তৈরি করে সঙ।
.
কেলেঙ্কারি দূর করে
ভালবাসার কুহেলিকা,
কেলেঙ্কারি ভালবাসার
প্রজ্জ্বল করে অগ্নিশিখা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।