অক্টোবর মাস
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে অক্টোবর মাস তোমার কত ভাগ্য
তুমি যে মাশরাফির জন্মের মাস,
তোমায় নিয়ে মাশরাফি
আনন্দ করে তুমি কি পাওনা ভালবাসার বাতাস।
.
তোমার কি একটু আনন্দ হয় না
একবার মুখ ফুটিয়ে তো বললে না
আমি মাশরাফি কে ভালবাসি।
.
জানুয়ারি, ফেব্রুআরি, মার্চ,এপ্রিল,মে
জুন,জুলাই,আগস্ট,সেপ্টেম্বর, নভেম্বর,ডিসেম্বর,
সবাই মাশরাফি কে পাওয়ার জন্য বিক্ষোভ করে
আর তুমি মাশরাফির জন্মের মাস হয়েও চুপসে থাক কিসে
তোমার দেহে যে মাশরাফির ভালবাসা আছে মিশে।
.
তুমি অক্টোবর মাস এবার হাসবে
তোমার মাশরাফি কে অভিবাদন জানাবে,
ভালবাসা দিয়ে পর্যদুস্ত করে রাখবে
নচেৎ বাকি মাস তোমায় অভিশাপ দিবে হে অক্টোবর মাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।